CV Ananda Bose

সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে সিভি আনন্দ বোস, বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন

সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে একটি সিন্দুকে রয়েছে বিদ্যাসাগরের ব্যবহৃত বিভিন্ন জিনিস। রাজ্যপাল শনিবার সেগুলিও দেখেন।

প্রতিবেদন: প্রচেতা

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৩ ২১:২৮
Share:
Advertisement

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে শনিবার তাঁকে শ্রদ্ধা জানাতে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি প্রথমে বিদ্যাসাগরের ব্যবহৃত চেয়ারটিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এর পর বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন। সেখানে তিনি জানান, এই বিশ্ববিদ্যালয়ে বিদ্যাসাগরের নামে একটি চেয়ার প্রফেসরশিপ চালু করা হবে। তাঁর নিয়োগ করা অন্তরবর্তীকালীন উপাচার্য রাজকুমার কোঠারির সঙ্গে কথাও বলেন আচার্য বোস। নবদ্বীপে দ্বিতীয় ক্যাম্পাসেও যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement