প্রতিবেদন: রিঙ্কি ও সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
সোমবার দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দলের ‘হেনস্থা’ নিয়ে কথা বলার জন্য রাজ্যপালের সময় চেয়েছিলেন অভিষেক। রাত ৯টায় সময় দিয়েছিলেন রাজ্যপাল। তিনি অভিযোগ করলেন, নির্বাচন কমিশন বিজেপির বশ্যতা স্বীকার করেছে। মেরুদণ্ড বিকিয়ে দিয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। সোমবার রাতে রাজ্যপালের কাছে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধেও অভিযোগ জানান তিনি। এ নিয়ে কী বলছে বিরোধী-শিবির? ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন অভিষেক। মঙ্গলবার ফের রাজ্যপালের সঙ্গে দেখা করবেন জানিয়ে এসেছিলেন তিনি। ঘটনাপ্রবাহ কোন দিকে এগোয়, সেটাই দেখার।