২৫ হাজার ৭৩৫ জনের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালত। বিচার ব্যবস্থায় এর উপরে আর কোনও আদালত নেই। কাজেই সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেয় সেটাই চূড়ান্ত। এই মামলায় সুপ্রিম কোর্ট অযোগ্য বলে চিহ্নিতদের সুদ সমেত বেতন ফেরত দিতে বলেছে। সংখ্যাটা ৬ হাজার ৯১৩। হাই কোর্টে স্কুল সার্ভিস কমিশন যে নথি জমা দেয়, সেখানেই এই সংখ্যাটি স্পষ্ট। অর্থাৎ ২৫ হাজার ৭৩৫ জনের মধ্যে কম বেশি সাত হাজার জন চিহ্নিত অপরাধী। বাকিরা কি তা হলে অপরাধী নয়? তাঁরা কি কোনও দুর্নীতি করেননি?