Durga Pujo 2023

বাড়ছে প্রতিমার দাম, তবে চাহিদা বৃদ্ধি পাওয়ায় খুশি মৃৎশিল্পীরা

বাড়ছে প্রতিমার খরচ। বরাত দিতে এসে বুঝতে পারছেন পুজো উদ্যোক্তারা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
জয়নগর শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৩
Share:
Advertisement

পুজোর খরচ বাড়তে চলেছে। বাড়ছে প্রতিমার খরচও। বরাত দিতে এসে বুঝতে পারছেন পুজো উদ্যোক্তারা। তবে আশার কথা, গত বছরের তুলনায় এ বার বেড়েছে প্রতিমার চাহিদা। তাতেই খুশি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মৃৎশিল্পীরা।

জয়নগরের মৃৎশিল্পী রমেশ রুদ্র বৈরাগী জানান, এ বছর ৪০ হাজার টাকার মধ্যে প্রতিমা পাওয়া যাচ্ছে৷ কারও বাজেট বেশি হলে, ৮০ থেকে ৯০ হাজার টাকায় কিনতে পারেন প্রতিমা৷ তবে গত বছরের থেকে এ বার প্রতিমার দাম অনেকটাই বেড়েছে। মৃৎশিল্পী রাজকুমার সর্দার তার কারণ জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘বাঁশের দাম গত বছর ২০০ টাকা ছিল। এ বার তা ৩৫০ থেকে ৪০০ টাকা৷ খড়ের দামও বেড়েছে দ্বিগুণ৷ ২০০ টাকার খড় এ বার ৪০০ টাকা৷ দাম বেড়েছে দড়িরও।’’ প্রতিমার বরাত দিতে এসে বিপাকে পুজো উদ্যোক্তা অমিত মণ্ডল৷ বাজেট বৃদ্ধি করার বিষয়ে তাঁরা চিন্তাভাবনা করছেন বলেও জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement