তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধেই পুরসভার গেট আটকে বিক্ষোভ দেখালেন অস্থায়ী সাফাইকর্মীরা। সোমবার এই ছবি দেখা গিয়েছে হুগলির চাঁপদানি পুরসভায়। মজুরি বৃদ্ধির দাবিতে টানা তিন দিন ধরে কর্মবিরতি পালন করছেন তাঁরা। আন্দোলনকারীদের দাবি, ১০০ টাকা মজুরিতে তাঁদের কাজ করানো হচ্ছে। সেই মজুরি বৃদ্ধির দাবিতে শনিবার থেকে কর্মবিরতি শুরু করেছেন তাঁরা। চাঁপদানি পুরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র বলেন, ‘‘সামনে উৎসব আছে। তাই কেউ যদি ব্ল্যাকমেল করতে চায় পুরসভাকে তা আমরা কোন ভাবে মেনে নেব না।’’