প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
অনুব্রত মণ্ডল থেকে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’— দুর্নীতিতে অভিযুক্তদের টানা এসএসকেএমে চিকিৎসাধীন থাকা নিয়ে বিরোধীদের অভিযোগ নতুন নয়। বিজেপি, কংগ্রেস থেকে সিপিএম আকছার বলে, এসএসকেএস হাসপাতাল এখন আসামিদের সেবাশ্রমে পরিণত হয়েছে। সম্প্রতি অনেক কাঠখড় পুড়িয়ে চার মাস পর ‘কালীঘাটের কাকু’কে এসএসকেএম হাসপাতাল থেকে বার করে নিয়ে গিয়ে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে ইডি। শনিবার সে সব নিয়েই এসএসকেএম হাসপাতাল অভিযানের ডাক দিয়েছিল প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে ভবানীপুরে যদুবাবুর বাজার থেকে এ দিন মিছিল শুরু হয়। তবে এসএসকেএম হাসপাতালের আগে গুরুদ্বারের সামনেই মিছিল আটকে দেয় পুলিশ। রাস্তায় বসে পড়েন অধীর-সহ কংগ্রেসের নেতা-কর্মীরা। কংগ্রেসের এক প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে তাঁদের প্রতিবাদপত্র জমা করেন। তার পরেই অবস্থান বিক্ষোভ তুলে নেয় দল।