দেশের সব থেকে বড় বইয়ের বাজারে বইমেলা। পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ‘সেকেন্ডহ্যান্ড’ বইয়ের পসার। সাতের দশক থেকে চলে আসছে এই ‘ট্র্যাডিশন’। বাম আমলে শুরু হওয়া বইয়ের মেলা চালিয়ে যাচ্ছে কলকাতার কলেজ পাড়া। স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসেও বইয়ের মেলা হয় কলেজ স্ট্রিটে। সস্তায় বিরল বই। তার সঙ্গে হাত বদলে হাতে আসা বইয়ের পাতায় পাঠক খুঁজে নেয় স্মৃতিকথার ‘নস্টালজিয়া’। কেমন হয় এই বইমেলা? ঘুরে দেখল আনন্দবাজার অনলাইন।