বালিগঞ্জের পাম অ্যাভিনিউতে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গিয়ে তাঁকে শেষশ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই তাঁর ঝাড়গ্রামে সরকারি কর্মসূচি রয়েছে। আনন্দবাজার অনলাইনকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ঝাড়গ্রামে রওনা হওয়ার আগে তিনি বুদ্ধদেবকে অন্তিম শ্রদ্ধা জানাতে যাবেন। সেই মতো বেলা ১২টা নাগাদ তিনি পৌঁছন পাম অ্যাভিনিউয়ে। মিনিট পনেরো বাড়ির ভিতরে থেকে তিনি বাইরে বেরিয়ে আসেন। বুদ্ধদেব এবং মীরার একমাত্র সন্তান সুচেতনকে পাশে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। বর্ষীয়ান বাম নেতার মৃত্যুতে শোকাহত মমতা বৃহস্পতিবার রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষযাত্রায় সব রকম সহযোগিতার কথাও বলেছেন তিনি।