ভিডিও সৌজন্যে: পিটিআই, সম্পাদনা: বিজন
পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে গিয়ে আক্রান্ত হয় এনআইএ। ২০২২ সালের ডিসেম্বর ভূপতিনগরে এক তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যু হয়েছিল তৃণমূলের বুথ সভাপতি-সহ অন্তত তিন জনের। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে আক্রান্ত হয় এনআইএ। বালুরঘাটের মঞ্চ থেকে ভূপতিনগর নিয়ে এনআইএকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হামলার দায় চাপালেন এনআইএর ঘাড়েই। এই ঘটনায় রাজ্য সরকারের দিকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। এনআইএ অভিযানকে বিজেপির আঁতাঁত বলে কটাক্ষ করলেন মমতা। অন্যদিকে মমতা ব্যানার্জী বিরুদ্ধে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।