প্রতিবেদন: শ্রাবস্তী, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: অসীম
২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুক্রবার সকাল থেকেই নন্দন চত্বর জুড়ে সিনেপ্রেমী দর্শকের লাইন। সারা বছর ধরে অপেক্ষার পর কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে আসা দেশবিদেশের ছবি দেখতে মুখিয়ে দর্শক। কেউ কলেজ ছুটির পরে, কেউ বা সংসারের কাজ সামলে, কারোর আবার এ বছরই প্রথম। এ রকম নানান মুখের সমাহার উৎসবের দিনে। শুক্রবার দেখান হল ‘মিলি’। অনেক দর্শকের আকর্ষণের তালিকায় যেমন পুরনো আঞ্চলিক ছবি, যা তাঁরা আগে কখনও বড় পর্দায় দেখার সুযোগ পাননি। আবার অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে ইরান ও অন্যান্য দেশ থেকে আসা ছবি যা আন্তর্জালিক মাধ্যমে সহজলভ্য নয়। তবে ওটিটি প্ল্যাটফর্মে ছবি দেখার অভ্যেস থাকলেও, সকলেই মেলার স্বাদ পেতে বেশি আগ্রহী। সঠিক সময়ে টিকিট হাতে পাওয়ার টানাপড়েন পেরিয়ে পছন্দের ছবি দেখতে প্রেক্ষাগৃহে পৌঁছতে পারবেন বলে আশাবাদী দর্শক।