সম্প্রতি সিমার তিরিশ বছর পূর্তির উদ্যাপন উপলক্ষে তিন শিল্প-চিন্তককে জীবনকৃতি সম্মান জানাল সিমা - প্রয়াত শিল্পী সুষেণ ঘোষ, শিল্পী রুবি পালচৌধুরী এবং শিল্প-চিন্তক ও লেখক অলকা পাণ্ডে। রবিবার সন্ধ্যায় শহরের একটি হোটেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, তিরিশ বছর পূর্তির উদ্যাপন উপলক্ষে। কলা, শিক্ষা, বিনোদন, রাজনীতি ও সমাজের নানা ক্ষেত্রে যুক্ত গুণীজনেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। সিমা গ্যালারি এমনই চিন্তকদের কাছে টেনেছে বরাবর, যাঁরা শিল্পের জগতে উন্নয়ন নিয়ে ভেবে চলেছেন। তিন চিন্তকের সম্মান-অনুষ্ঠান উপলক্ষে গ্যালারির অধিকর্তা রাখী সরকার রবিবার বলেন, ‘‘১৯৮৬ সালে প্রথম কিউরেশনের কাজ করি। তখন অনেকে বলেন আরও গুছিয়ে কাজ শুরু করতে। আরও সাত বছর পর শুরু হয় সিমা গ্যালারি। সেই থেকে শিল্প সংক্রান্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।’’