নেপালি, মৈথিলি এবং ভোজপুরি ভাষায় ছট শব্দের অর্থ ষষ্ঠ। এই উৎসবটি কার্তিক মাসের ষষ্ঠ দিনে অনুষ্ঠিত হয়। তাই নাম ছটপুজো। ছটপুজোর সব চেয়ে বড় বৈশিষ্ট্য হল এই পুজোয় কোনও মূর্তির অথবা প্রতিমার পুজো করা হয় না। ছট উপলক্ষে কলকাতায় গঙ্গার ঘাটে ঘাটে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন।