অবশেষে আসানসোল থেকে নিজাম প্যালেস পৌঁছলেন অনুব্রত
কলকাতায় আসার পথে রাত সাড়ে ১১টা নাগাদ হুগলির ধনেখালিতে যানজটে আটকে যায় সিবিআইয়ের গাড়ি। যানজটে আটকে থাকার সময় সংবাদিকরা অনুব্রতের গ্রেফতারি নিয়ে তাঁকে নানা প্রশ্ন করতে থাকেন। সে সব প্রশ্নের কোনও উত্তর না দিয়ে সামনের দিকে একদৃষ্টে তাকিয়ে ছিলেন অনুব্রত। কখনও তোয়ালে দিয়ে মুখ মোছেন, জল খান, হাই তোলেন, মাথা এলিয়ে দেন গাড়ির সিটে। গাড়ির কাচের ও পার থেকে ছুটে আসা সাংবাদিকদের লাগাতার প্রশ্ন শুনে এক বার হেসেও ফেলেন।
রাত আড়াইটে নাগাদ নবান্নের পাশ দিয়ে দ্বিতীয় হুগলি সেতু পার হয় সিবিআইয়ের কনভয়। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা তখন ক্লান্ত। অবসন্ন হয়ে গাড়িতেই ঘুমে ঢলে পড়েছেন।
রাত ২টো ৪৩ মিনিট নাগাদ অনুব্রতকে নিয়ে নিজাম প্যালেসে পৌঁছয় সিবিআইয়ের গাড়ি। গাড়ি থেকে নেমে হেঁটেই সিবিআই অফিসে ঢোকেন তিনি।