প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত
দিনরাত সংসারের জন্য কাজ করেন গৃহবধূরা। ছুটি নেই। নেই ‘অফ’ ডে। তার পরও কেউ পরিশ্রমের মূল্য দেন না। একটি মামলার শুনানিতে কলকাতা হাই কোর্ট জানিয়েছে, গৃহবধূদের বেকার বলা যাবে না। তাঁরা স্বোপার্জনকারী। সংসারে তাঁরা দিবারাত্রি যে কাজ করেন, তার মূল্য রয়েছে। কলকাতা হাই কোর্টের এই পর্যবেক্ষণের পর সাধারণ গৃহবধূরা এ নিয়ে কী মত পোষণ করছেন? তাঁরা কি নিজেদের শ্রমের মর্যাদা প্রসঙ্গে ওয়াকিবহাল? যাঁর তৈরি নারী চরিত্রেরা প্রতিবাদী, নিজেদের অধিকার সম্পর্কে ওয়াকিবহাল, সেই লেখিকা সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় কী বললেন হাই কোর্টের এই পর্যবেক্ষণ নিয়ে?