প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সুব্রত
পড়ুয়া মৃত্যুতে প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ভূমিকা। পড়ুয়াদের হস্টেলে থাকার কী ব্যবস্থা রয়েছে হাই কোর্টকে জানাতে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। যাদবপুর মামলার শুনানিতে এদিন প্রধান বিচারপতি বলেন, “সাধারণত অনেক কলেজে দেখা যায় প্রতি বর্ষের পড়ুয়াদের জন্য হস্টেলের আলাদা আলাদা ব্লক থাকে। ওই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের থাকার কী নিয়ম রয়েছে কর্তৃপক্ষকে তার জবাব দিতে হবে।” ঘটনার দিন পুলিশ কেন ঢুকতে পারেনি তা-ও জানতে চায় আদালত। এ দিন তৃণমূল ছাত্র পরিষদের তরফে সুদীপ রাহার দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, “দাদাগিরি চলছে যাদবপুরে। ছাত্রদের দাদাগিরি পাড়ার মাফিয়াদের মতো।” সওয়াল শুনে প্রধান বিচারপতি কল্যাণের উদ্দেশে বলেন, “আপনাদের অনেক অভিযোগ দেখছি ছাত্রদের প্রতি। ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে নোটিস দেওয়া হোক। তাদের বক্তব্য ছাড়া শুনানি সম্ভব নয়।” সোমবার মামলাটির শুনানি হয় হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে যুক্ত করার নির্দেশ দিয়েছে। দু’সপ্তাহ পর আবার এই মামলার শুনানি হওয়ার কথা।