Madhya Pradesh

আদিবাসীর গায়ে প্রস্রাবের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত, নেওয়া হল ‘বুলডোজ়ার অ্যাকশন’

মধ্যপ্রদেশে আদিবাসীর গায়ে প্রস্রাবের ঘটনায় কড়া শাস্তি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৩ ১৯:২৫
Share:
Advertisement

মধ্যপ্রদেশে আদিবাসী ব্যক্তির গায়ে প্রস্রাবের ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তি। গ্রেফতার করা হয়েছে প্রবেশ শুক্লাকে। অভিযুক্তের বিরুদ্ধে ‘বুলডোজ়ার অ্যাকশন’ নেওয়ার কথা বলেছিলেন দলিত নেত্রী মায়াবতী। হলও তাই। বুধবার বুলডোজ়ার নিয়ে গিয়ে গুঁড়িয়ে দেওয়া হল প্রবেশের বাড়ি। মঙ্গলবার সমাজমাধ্যমে প্রবেশের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু হয় শোরগোল। দেশের সর্বত্র, শাসক-বিরোধী নির্বিশেষে সবাই এই ঘটনার কড়া নিন্দা করে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী খোদ শিবরাজ সিংহ চৌহান অভিযুক্তের বিরুদ্ধে কড়া শাস্তি গ্রহণের কথা বলেন। ‘চরম অমানবিক’ ঘটনায় তড়িঘড়ি ব্যবস্থাও নেয় প্রশাসন। প্রথমে গ্রেফতার, তারপর ‘বুলডোজ়ার অ্যাকশন’। প্রবেশ শুক্লার বিরুদ্ধে জাতীয় নিরপত্তা আইনে মামলাও দায়ের করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement