সম্পাদনা: বিজন
লোকসভা ভোটের আগে মহিলাদের উন্নয়নে জোর দিল মোদী সরকার। ভারতের রাজনীতিতে অনেক বছর ধরেই এই কথা চালু রয়েছে— নির্বাচনে জেতা-হারার ক্ষেত্রে মহিলা ভোট অন্যতম সূচক। আর সেই সূচকের সবচেয়ে বড় উদাহরণ বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প সারা দেশের কাছে মডেল। মধ্যপ্রদেশে বিজেপির ক্ষমতায় ফিরে আসার নেপথ্যে শিবরাজ সিংহ চৌহানের ‘লাডলি বহেনা’ প্রকল্প কাজ করেছিল। সেই প্রকল্পের নাম আলাদা হলেও ছাঁচটা ছিল মমতার ‘লক্ষ্মীর ভান্ডার’-এর মতোই। বাজেটে মধ্যবিত্ত মহিলা থেকে শুরু করে আশাকর্মী, গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক উন্নয়নের উপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।