প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: বিজন
এ বছরের ৩১ জুলাই পুরুলিয়ার মানবাজারের এক গ্রামে মাটির নীচ থেকে গৌতম বুদ্ধের একটি প্রাচীন ভাস্কর্যের অংশ পাওয়া গিয়েছিল। খবর পেয়ে জেলা প্রশাসন স্থানীয় পুলিশের মাধ্যমে সেটি উদ্ধার করেছিল। তার পর, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের নির্দেশে পুরুলিয়ার জেলা ম্যাজিস্ট্রেটকে সেটি হস্তান্তর করা হয়। সোমবার সেই মূর্তি পৌঁছল কলকাতায় রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টির দফতরে। বিশেষজ্ঞদের বক্তব্য, আপাতদৃষ্টিতে সারনাথ ঘরানার বুদ্ধমূর্তির মতো দেখতে এই ভাস্কর্য সম্ভবত পাল যুগের।