brtaya basu

শিক্ষামন্ত্রীর ডাকা বৈঠকে ‘অনুপস্থিত’ ১৭জন রেজিস্ট্রার

বিশ্ববিদ্যালয়ে এখন যা পরিস্থিতি তাতে আইনি পথেই সমাধান হতে পারে, এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৮
Share:
Advertisement

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ বিতর্ক তুঙ্গে। শিক্ষামন্ত্রী ও রাজ্যপাল দ্বৈরথ ফের প্রকাশ্যে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবনে ৩১ জন রেজিস্ট্রারকে ডেকেছিলেন বৈঠকের জন্য। সেখানে ১২ জন রেজিস্ট্রার বৈঠকে এলেন। বাকিরা এলেন না। এদিন শিক্ষামন্ত্রী বলেন, ‘‘যারা আসেননি তাদের রাজভবন থেকে এসএমএস করে হুমকি দিয়ে বলা হয়েছে যে তাঁরা যেন এই বৈঠকে না যান। রাজভবন থেকে যে এরকম হুমকি এসেছে, আমাদের কাছে তার প্রমাণ আছে।’’ শিক্ষাঙ্গনে রাজভবনের এই ‘দখলদারি’ ভাল চোখে দেখছে না রাজ্য, কড়া ভাষায় জানালেন ব্রাত্য। পর্যালোচনা বৈঠকে অনুপস্থিত রেজিস্ট্রারদের শো-কোজ করা হতে পারে বলে বিকাশ ভবন সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement