Pandua Bomb Blast

অভিষেকের সভার প্রাক্কালেই বিপত্তি, পান্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত কিশোর! গুরুতর জখম আরও দুই

পাণ্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু এক কিশোরের। গুরুতর জখম হয়েছে আরও দুই কিশোর। জানা গিয়েছে, পরিত্যক্ত বোমাকে বল ভেবে খেলতে গিয়েই ঘটে যায় এই দুর্ঘটনা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
হুগলি শেষ আপডেট: ০৬ মে ২০২৪ ২০:১৪
Share:
Advertisement

ভোটবঙ্গে বিস্ফোরণ! ফের রক্তাক্ত শৈশব। বোমা ফেটে মৃত্যু হলো হুগলি জেলার পান্ডুয়ার এক কিশোরের। ঘটনায় আহত আরও দুই কিশোর। আহত দু’জন আশঙ্কাজনক অবস্থায় হুগলি ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। বিস্ফোরণে এক জনের বাঁ হাত উড়ে গিয়েছে বলে পরিবার সূত্রে খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পান্ডুয়ার তিন্না নেতাজিপল্লি কলোনিতে এক পুকুরের ধারে তিন কিশোর খেলছিল। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। তাঁরা দেখেন, তিন কিশোর গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে। রক্তাক্ত অবস্থায় তিন জনকে উদ্ধার করে ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা এক জনকে মৃত বলে ঘোষণা করেন। ১১ বছরের নিহত কিশোর রাজ বিশ্বাস, বাড়ি বর্ধমানের পাল্লা রোডে। পান্ডুয়ায় মামার বাড়িতে বে়ড়াতে এসেছিল সে। আহত কিশোরদের মধ্যে এক জন রূপম বল্লভ, অন্য জন সৌরভ চৌধুরী। রূপমের ঠাকুমা জানান, “ছেলেটা বাড়িতে টিভি দেখছিল। পাশের বাড়ির ছেলেটা খেলতে ডাকায় আমায় বলে বাইরে বেরোয়। রান্নাঘরে ঢুকেই শুনি বিকট শব্দ। দৌড়ে গিয়ে দেখি এই অবস্থা।” স্থানীয়দের অধিকাংশেরই বক্তব্য, হুগলির মতো শান্ত এলাকায় আগে কখনও এই ধরনের ঘটনা দেখা যায়নি ।

Advertisement

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তদন্ত শুরু করেছে হুগলি জেলার পুলিশ। ভোটের আগেই এই ধরনের বিস্ফোরণ এবং প্রাণহানির ঘটনায় কে বা কারা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement