Urvashi Rautela

মাহাশার মৃত্যুর ঘটনায় চুল কেটে প্রতিবাদ জানালেন উর্বশী

মাহশার মৃত্যু নিয়ে নেটমাধ্যম জুড়ে উঠছে প্রতিবাদের ঝড়। ইরানের পুলিশের উপর ভীষণ ক্ষুব্ধ সে দেশের মহিলারা। নিজেদের চুল কেটে, হিজাব জ্বালিয়ে দিয়ে প্রতিবাদে সরব হচ্ছেন তাঁরা।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২২ ১৬:২৬
Share:
Advertisement

মাহশার মৃত্যু নিয়ে নেটমাধ্যম জুড়ে উঠছে প্রতিবাদের ঝড়। ইরানের পুলিশের উপর ভীষণ ক্ষুব্ধ সে দেশের মহিলারা। নিজেদের চুল কেটে, হিজাব জ্বালিয়ে দিয়ে প্রতিবাদে সরব হচ্ছেন তাঁরা।

হিজাব বিরোধী আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। খ্যাতনামীরাও ব্যতিক্রম নন। কিছু দিন আগে প্রিয়ঙ্কা চোপড়া এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন। এ বার মাহশার মৃত্যুর ঘটনায় প্রতিবাদ করলেন উর্বশী রওতেলা। নিজের চুল কেটে প্রতিবাদ জানিয়েছেন তিনিও। ইনস্টাগ্রামে সেই মুহূর্তের ছবি আপলোড করে লিখলেন, "চুল কেটে ফেললাম! ইরানের মহিলাদের সমর্থনে এই পদক্ষেপ গ্রহণ করেছি।" নায়িকার সংযোজন, "মাহশা আমিনির মৃত্যুর প্রতিবাদে পথে নেমে প্রাণ খোয়াতে হয়েছে অনেক মহিলাকে। ইরানের সরকারের বিরুদ্ধে যাওয়ার মাশুল দিতে হয়েছে তাঁদের। ১৯ বছরের অঙ্কিতা ভাণ্ডারির দেখানো পথে হাঁটলাম।"

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement