প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
“আমার চোখ নেই তো কী? হাত তো আছে! আমি যদি খেতে পাই তোকেও খাওয়াতে পারব।” বোনের কাছে প্রতিজ্ঞা করেছিলেন দাদা। দু’জনেই চোখে দেখতে পান না জন্ম থেকেই। ছোট থাকতেই বাবাকে হারান সোমনাথ এবং সোনালি পাণি। পাড়া-প্রতিবেশীর কটূক্তি শুনতে শুনতে, জীবনযুদ্ধে ক্লান্ত হয়ে এক দিন মা দুই ছেলে-মেয়েকে নিয়ে আত্মহত্যা করার কথা ভেবেছিলেন। আজ সোনালি একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। দাদা সোমনাথ পাণি ভবানী ভবনে চাকরিরত। সর্বক্ষণের ছায়াসঙ্গী মা। চোখে দেখেন না বলে কি রাখির আনন্দ থেকে বঞ্চিত থাকবেন? রাখিপূর্ণিমার দিন হার না-মানা ভাইবোনের গল্প।