উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই কাঁসর, ঢাক বাজিয়ে চলছে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি। শাসকদলের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলল বিজেপি। গেরুয়াশিবিরের দাবি, চুঁচুড়া পুরসভা এলাকায় চলছে স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে বৃহস্পতিবার ঢাক, কাঁসর, ঘণ্টা বাজিয়ে মিছিল করে পালিত হয়েছে ওই কর্মসূচি। তাতে অংশ নেন তৃনমূল কর্মীরা। বিজেপির অভিযোগ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় প্রশাসনের তরফে যে কোনও মিটিং, মিছিলে নিষেধাজ্ঞা থাকলেও এ ক্ষেত্রে তা মানা হয়নি। তৃণমূল পরীক্ষার্থীদের কথা ভাবে না বলে অভিযোগ করেছেন হুগলির বিজেপি নেতা রাকেশ যাদব। তৃণমূল বিধায়কের বক্তব্য, ‘‘উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় তৃণমূল পরীক্ষাকেন্দ্রের সামনে শিবির করেছে। পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধা দেখছে। কিন্তু বিজেপির কাউকে পাওয়া যায়নি। আমরা মিছিলের এমন রুট করেছি যেখানে কোনও পরীক্ষাকেন্দ্রই নেই।’’