Ananya Banerjee

ধর্মীয় ভাবাবেগে আঘাত, অনন্যার বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির সংখ্যালঘু মোর্চার

‘খলিস্তানি’ বিতর্ককে ধামাচাপা দিতেই বিজেপির কর্মসূচি, অভিযোগ শাসকদলের।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৮
Share:
Advertisement

সোমবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় একটি ‘গল্প’ শোনাতে গিয়ে এক বিশেষ ধর্মের উল্লেখ করেন। অভিযোগ, সেই ভাষণে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন অনন্যা। বুধবার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় এফআইআর দায়ের করল বিজেপির সংখ্যালঘু মোর্চা। পাশাপাশি হাজরা মোড় থেকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত একটি মিছিলেরও আয়োজন করা হয় ওই সংগঠনের পক্ষ থেকে। তবে পুলিশের বাধায় এ দিন মিছিল হয়নি। তৃণমূলের পাল্টা অভিযোগ, মঙ্গলবারের ‘খলিস্তানি’ বিতর্ক থেকে নজর ঘোরাতেই অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে তোলপাড় করছে বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement