প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত
গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। সঙ্গে বাড়ছে রাজনৈতিক চাপান-উতর। মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে জানিয়েছেন, বেআইনি নির্মাণ চলছিল। খোদ মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা এলাকায় বেআইনি নির্মাণকে কেন্দ্র করে বিরোধীরা ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছে। বিজেপি নেতা তথা পুর প্রতিনিধি সজল ঘোষ এ দিন ঘটনাস্থলে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা। পুলিশের তরফেও সজলকে বলা হয় এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। পুলিশের সঙ্গে বচসায় জড়ান সজল।