Abhijit Ganguly

কপালে তিলক, ‘গাইড’ শুভেন্দুর সঙ্গে তমলুক চিনলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ

সকালে বর্গভীমার মন্দিরে পুজো দিয়ে নিজের সম্ভাব্য কেন্দ্র তমলুক চেনার কাজ শুরু করে দিলেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৪ ১৮:৪৬
Share:
Advertisement

শুভস্য শীঘ্রম। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগেই তমলুক সফর শুরু করলেন হাই কোর্টের প্রাক্তন বিচারপতি। সঙ্গে ‘গাইড’ শুভেন্দু। কাঁথি লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা হলেও এখনও তমলুকের প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। যদিও জল্পনা, ওই আসনে পদ্মফুল প্রতীকে লড়াই করবেন অভিজিৎ। মঙ্গলবার সকালে নিজের সম্ভাব্য লোকসভা কেন্দ্র তমলুকে পৌঁছন অভিজিৎ। বর্গভীমার মন্দিরে পুজো দেওয়ার পর অভিজিৎ বলেন, ‘‘সারা বাংলায় এটা ছড়িয়ে দিতে হবে যে, তৃণমূলকে একটিও ভোট নয়।’’ অভিজিৎকে নিয়ে নন্দীগ্রামেও যাবেন শুভেন্দু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement