চোপড়া বিধানসভার বিভিন্ন বুথে ঘুরে পুনর্নির্বাচনের দাবি জানালেন দার্জিলিঙের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। তাঁর অভিযোগ, সকাল থেকেই বিভিন্ন এলাকায় ভোটারদের বাধা দিয়েছে তৃণমূলের বন্দুকধারী গুন্ডাবাহিনী। কেন্দ্রীয় বাহিনীও নিরাপত্তা দিতে পারছে না বলেই অভিযোগ পাহাড়ের বিদায়ী সাংসদের। সব অভিযোগ উড়িয়ে, রাজু বিস্তার বিরুদ্ধেই নির্বাচন আধিকারিকদের মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করার অভিযোগ করছে জেলা তৃণমূল নেতৃত্ব। গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান অনীত থাপার সুরে সুর মিলিয়ে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার অভিযোগও তুলছে রাজ্যের শাসকদল।
সকাল থেকেই কখনও গাড়িতে, কখনও বা নীল রঙের স্কুটিতে সওয়ার হয়ে বুথে বুথে ঘুরতে দেখা গিয়েছে রাজু বিস্তাকে। ভোট পরিদর্শনে বেরিয়ে বেশ কিছু জায়গায় তৃণমূলের বিক্ষোভের মুখেও পড়তে হয় পাহাড়ের পদ্মফুলের প্রার্থীকে। শিলিগুড়ির টিকিয়াপাড়ার একটি বুথে উত্তেজিত তৃণমূল সমর্থকদের কাঁধে হাত রেখে শান্ত করতেও দেখা গিয়েছে তাঁকে। ফাঁসিদেওয়ায় তাঁর গাড়িকে উদ্দেশ করে ‘জয় বাংলা’ স্লোগান দেন ঘাসফুলের কর্মীরা। পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন বিজেপি কর্মী-সমর্থকেরাও।