প্রতিবেদন: পার্থ প্রতিম দাস, সম্পাদনা: অসীম
প্রধানমন্ত্রী আবাস যোজনাকে কেন্দ্র করে রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে কেন্দ্র। চলতি বছরের মার্চেই পাঠানো কেন্দ্রীয় পর্যবেক্ষণ রিপোর্টে রাজ্যকে এক প্রকার ভর্ৎসনা করা হয়েছে। সোমবার আবার কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে চিঠি পাঠিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে কেন্দ্র করে একাধিক অসঙ্গতির কথা তুলে ধরা হয়। রাজ্য জুড়ে কেন্দ্রীয় পর্যবেক্ষণ দলের সরেজমিন তদন্তে মূলত তিনটি জেলার কথা বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে রয়েছে নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং কালিম্পং। কালিম্পঙের ক্ষেত্রে কেন্দ্রের পাঠানো রিপোর্টে যে সব ‘অসঙ্গতি’র কথা বলা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল, প্রধানমন্ত্রী আবাস থেকে পাওয়া বাড়িতে ‘পিএমএওয়াই-জি’ লোগো নেই। তথ্য বলছে, শুধু কালিম্পং জুড়ে ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত খাতায় কলমে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রায় ৩,০৫০টি ঘর হয়েছে। সেই বাড়িগুলির কোনওটির সামনেই ওই বিধিসম্মত লোগো নেই।