ভিডিয়ো সৌজন্যে পিটিআই, সম্পাদনা: বিজন
২০১৯-এ পাশ হওয়া আইনের বিজ্ঞপ্তি জারি করতে চার বছর সময় লাগল। অবশেষে ১১ মার্চ, ২০২৪ সন্ধ্যায় লাগু হল নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ। পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ‘ধর্মীয় নিপীড়নে’র কারণে ভারতে পালিয়ে আসা অ-মুসলিম শরণার্থীদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন। সংসদে বিল পেশের সময় থেকেই বিরোধী দলগুলির বক্তব্য, এই আইনের আওতা থেকে মুসলমান সম্প্রদায়কে বাদ রাখা আসলে বিজেপির বিভাজনমূলক রাজনীতির প্রমাণ। এ বারে সিএএ-র বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ার পর কী বলছেন বিরোধী নেতানেত্রীরা? শাসকেরই বা পাল্টা কী যুক্তি?