প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: অসীম
লক্ষ্মীপুজোর কথা শুনলেই সবার আগে মনে পড়ে নারকেল নাড়ুর কথা। কিন্তু এই ইঁদুরদৌড়ের যুগে নারকেল কুরে, তাতে পাক দিয়ে নাড়ু বানানোর সময় কোথায়! অগত্যা ভরসা দোকান থেকে কেনা নাড়ু। শুধু নাড়ুই নয়, খড়িমাটি বা চালের পিটুলি দিয়ে আঁকা আলপনার জায়গা নিচ্ছে আলপনার স্টিকার। বাজারে বাজারে ‘রেডিমেড’ পুজোর জিনিসের খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।