প্রতিবেদন: স্বরলিপি, চিত্রগ্রহণ: সুমন ও সৈকত, সম্পাদনা: পৌলমী
অঙ্কের মাস্টারমশাই হৃতিকের পোস্টার দেখে চমকে উঠেছিলেন! পুরনো গল্পে ফিরে গেলেন বাসবদত্তা। “এ রকম ফ্যান্টাসি উপহার দিও”, বার বার হৃতিকের প্রেমে পড়েছেন শ্রীতমা। বলি অভিনেতা হৃতিক রোশনের জন্মদিনে নিজেদের মনের কথা জানালেন টেলিপাড়ার অভিনেত্রীরা।