প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
পৌষপার্বণে বাংলার পিঠের জুড়ি মেলা ভার। এবার সেই পিঠেই পাড়ি দিচ্ছে অযোধ্যায়। দক্ষিণ কলকাতার এক মিষ্টি প্রস্তুতকারী সংস্থা তৈরি করেছে এই বিশেষ পিঠে। চালের গুঁড়ো, নারকেল আর ক্ষীর দিয়ে তৈরী বৃহদাকার পাটিসাপটা। সঙ্গে গাজর দিয়ে তৈরি গেরুয়া রঙের ভেষজ পিঠে। কলকাতা থেকে বিমানে করে নিয়ে যাওয়া হবে বাংলার ‘রাম-পিঠে’।