কম বেশি ২০০ ভাষায় নিউ ইয়র্কের মানুষ কথা বলে থাকেন। এই এত রকম ভাষার মধ্যে বাংলার মাথায় মুকুট। বাংলা ভাষা জায়গা করে নেয় ট্রাম্প বনাম কমলা হ্যারিসের লড়াইয়ে। বাংলা ভাষাই ব্যালটে ভারতের একমাত্র প্রতিনিধি। মাইকেল জে রায়ান, পেশায় নিউ ইয়র্ক শহরে ভোট পরিচালক। অনেকটা তাঁর প্রয়াসেই বাঙালি ভোটাররা বাংলায় লেখা নাম, তথ্য দেখে পছন্দের প্রার্থী বেছে নেন। কাকে ভোট দিলেন বাঙালিরা? কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প?