সাতাশি বসন্ত পার। আরও একটা বসন্তের আগমন হল বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবনে। আনন্দে পালিত হল জাতীয় পুরস্কারে সম্মানিত বাঙালি অভিনেত্রীর জন্মদিন। বসল চাঁদের হাঁট। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ঋতুপর্ণা সেনগুপ্ত। দেবশ্রী রায়। মমতা শঙ্কর। আবীর । অনন্যা। প্রত্যেকে হাঁটলেন স্মৃতির সরণিতে।