প্রতিবেদন: বৃষ্টি, চিত্রগ্রহণ: শুভদীপ ও অভিষেক, সম্পাদনা: সৌম্য
যাতায়াতের রাস্তায় দেখেছিলেন ওদের। ওদের প্রতিভার আঁচ পেয়েছিলেন তখনই। পরিচালক আরডি নাথের সে দিনই মনে হয়েছিল, বস্তিবাসী শিশুদের নিয়ে যদি সৃজনশীল কিছু করা যায়। সেই ভাবনা থেকেই প্রায় ২৫০ জনের নাচ, গান, আঁকা ও নাটকের প্রশিক্ষণের উদ্যোগ। সম্প্রতি একটি অনুষ্ঠানে সেই বস্তিবাসী শিশু ও তাদের মায়েরা নাচেগানে তাক লাগিয়ে দিলেন। এক মঞ্চে নাচের তালে পা মেলালেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চৈতি ঘোষাল। উপস্থিত ছিলেন শ্রীলা মজুমদারও।