অনির্বাণ-পরমের প্রেমের গান, প্রযোজকের সঙ্গে শ্রাবন্তীর নাচ, টলিপাড়ায় জমল শীত
নাচে-গানে, হুল্লোড়ে জমজমাট আয়োজন গঙ্গার পাড়ে। সকলের পরনে সাদা পোশাক।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪ ১২:১১
Share:
Advertisement
জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার একটি রাজবাড়িতে, রবিবার দুপুরে এই জমায়েত হয়। গানে কখনও অনির্বাণ-পরমব্রত যুগলবন্দি, আবার কখনও পরমব্রতের সঙ্গে গলা মেলালেন সৌরভ দাস, গিটারে উজান।