শনিবার ভোট শেষে ব্যালট বাক্স নিয়ে ভোট কর্মীরা স্ট্রং রুমের দিকে রওনা হয়েছিলেন। সে সময় তাঁদের হাত থেকে ব্যালট বাক্স লুঠের অভিযোগ উঠেছিল। রবিবার বাসন্তীর পুকুর থেকে সেই ব্যালট বাক্স উদ্ধার করল তৃণমূল। বাসন্তীর জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের রাধারাণীপুর স্কুলের ২৪১ নম্বর বুথের ব্যালট বাক্স এগুলি। তৃণমূলের দাবি, অভিযুক্তেরা আরএসপি, বিজেপি আশ্রিত দুষ্কৃতী। যদিও বিরোধীদের অভিযোগ, এই বুথে তৃণমূল দেদার ‘ছাপ্পা’ মেরে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তাই এই বুথে পুনর্নির্বাচনের দাবিতে ব্যালট বাক্স ছিনতাই করে পুকুরে ফেলে দিয়েছেন গ্রামের সাধারণ মানুষ। ব্যালট বক্স উদ্ধারের পর তৃণমূলের দাবি, এই বুথে পুনর্নির্বাচন করতে হবে।