প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত
২২ জানুয়ারি, সোমবার অযোধ্যায় উদ্বোধন হবে রামমন্দিরের। তার আগে অযোধ্যা জুড়ে সাজ সাজ রব। রামমন্দিরের বাইরেই শুধু নয়, গোটা অযোধ্যা সাজবে চন্দননগরের আলোয়। চন্দননগরের আলোকশিল্পী মনোজ সাহা এই কাজের বরাত পেয়েছেন। মনোজের কথায়, ১৫০ জন শিল্পী কাজ করছেন। মোট ৩০০টি গেট তৈরি করার কাজ চলছে। চন্দননগর থেকে শুধু উপকরণ যাচ্ছে, আলোকসজ্জা তৈরি হবে অযোধ্যায় বসে। চারটি ট্রাকে করে সামগ্রী পৌঁছে গেছে। দিনরাত এক করে কাজ চলছে। তিনি আরও জানান, এই আলো তৈরিতে খরচ হয়েছে ১ থেকে ১.৫ কোটি। গোটা অযোধ্যাকে চন্দননগরের আলোয় সাজাতে পেরে তিনি গর্বিত বলেই জানাচ্ছেন মনোজ।