উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে গত বার ৩১২টিতে জিতেছিল বিজেপি। এ বার কত হবে? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দেশের বৃহত্তম (জনসংখ্যার নিরিখে) রাজ্যে।
জনমত সমীক্ষার ইঙ্গিত, এ বার ক্ষমতাসীন বিজেপি-কে কড়া টক্কর দিতে পারে সমাজবাদী পার্টি (এসপি)। যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে কিছু এলাকায় প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার হদিসও দেওয়া হয়েছে। তাছাড়া, কৃষক আন্দোলনের জেরে পশ্চিম উত্তরপ্রদেশে মেরুকরণের হাওয়া স্তিমিত। ‘জাঠ বলয়ে’র দল আরএলডি-র সঙ্গে সমঝোতা করায় সেখানে এসপি ভাল ফলের আশা করছে। এসবিএসপি, মহান দল, আপনা দল(কে)-র মতো অনগ্রসর গোষ্ঠীভিত্তিক রাজনৈতিক শক্তিগুলিকে অখিলেশের পাশে।
মায়াবতীর দল বিএসপি এবং কংগ্রেস লড়াইয়ে পিছিয়ে বলেই মনে করা হচ্ছে। ১০ ফেব্রুয়ারি-৭ মার্চ সাত দফায় ভোট হবে উত্তরপ্রদেশে, গণনা ১০ মার্চ।