Asansol Durgapur Commissionerate
বেহালার ঘটনায় ফিরল হুঁশ, স্কুল পড়ুয়াদের নিয়ে পথ নিরাপত্তা প্রচারে পুলিশ
স্কুলের সামনের ব্যস্ততম রাস্তায় ট্রাফিক পুলিশই থাকে না। অভিযোগ স্কুল পড়ুয়াদের।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৩ ২০:৪৮
বেহালার ঘটনার পর নড়েচড়ে বসল আসানসোল-দুর্গাপুর পুলিশের উচ্চপদস্থ কর্তারা। দুর্গাপুরে স্কুল পড়ুয়াদের নিয়ে পথ নিরাপত্তা প্রচারে নামল কমিশনারেট। শনিবার নেপালি পাড়া হিন্দি হাইস্কুলে পড়ুয়াদের নিয়ে পথে নামে কোকওভেন থানার পুলিশ। প্রচারে ছাত্রছাত্রীদের সঙ্গে যোগ দেন এসি (দুর্গাপুর) তথাগত পাণ্ডে-সহ পদস্থ কর্তারা।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)