প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সুব্রত
টানা তিনদিনের বৃষ্টিতে বিপর্যস্ত কুমোরটুলি। আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশ্বকর্মা পুজোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এতেই ঘুম উড়েছে কুমোরটুলির। পুজোর আর বাকি মাত্র কয়েকটা দিন। তারই মধ্যে দোরগোড়ায় বিশ্বকর্মা ও গণেশ পুজো। সময়ের মধ্যে প্রতিমা রেডি করে ডেলিভারি করাটাই এখন চ্যালেঞ্জ। তাই কুমোরটুলির চতুর্দিকে প্লাস্টিক বেঁধে কোনক্রমে কাজ চালানো হচ্ছে। ফ্যান চালিয়ে, গ্যাস হিটার লাগিয়ে প্রতিমা তৈরির কাজ চলছে যুদ্ধকালিন তৎপরতায়।