নিষিদ্ধ কোনও জিনিসের প্রতি কৌতূহল সব সময়ই বেশি থাকে। কিন্তু তা নিখাদ কৌতূহল, আবার কখনও সেই কৌতূহল পরিণত হয় আসক্তিতে। বিশ্বায়ন আর ব্যস্ত সময়, এই দুইয়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে প্রযুক্তির প্রতি আসক্তি। বয়স নির্বিশেষে সকলের কাছেই নেট দুনিয়া যেন ‘সব পেয়েছির আসর’। এই সব চাওয়া-পাওয়ার ফোকর গলেই ঢুকে পড়ছে নিষিদ্ধ কিছু হাতছানি। তার মধ্যে ‘পর্নোগ্রাফি’ অন্যতম।
অতিরিক্ত নীলছবি দেখলে বাস্তব এবং কল্পনার মধ্যে একটা ফারাক তৈরি হয়। ব্যক্তিগত জীবনেও এর প্রভাব পড়ে। দীর্ঘ দিনের পর্ন দেখার অভ্যাস অনেক সময় নিজের মনে লুকিয়ে থাকা যৌনতার ভাষাকেও বদলে দেয়। মোবাইল কিংবা কম্পিউটারের পর্দায় যৌনতার যে ছবি ফুটে ওঠে সেটাই একমাত্র বলে ধরে নিতে শুরু করেন অনেকে। অনেক সময় ভাবনার মধ্যেও সেটাই একমাত্র নিদর্শন হয়ে থেকে যায়। সেখানেই সমস্যার সূত্রপাত। এই বিষয়টি নিয়েই সোমবার আনন্দবাজার অনলাইনের ফেসবুক ও ইউটিউবে আলোচনায় বসলেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। ‘কী করে বলব? সঙ্গে অনুত্তমা’ শীর্ষক অনুষ্ঠানের এই সপ্তাহের বিষয় ছিল ‘পর্নে আসক্তি’।