Anuttama Banerjee

দু’জন বন্ধু কি হাতে হাত রেখে চলতে পারেন না? আলোচনায় মনোবিদের সঙ্গে সৌরেন্দ্র-সৌম্যজিৎ

‘লোকে কী বলবে’র বন্ধুত্ব উদ্‌যাপনের পর্বে মনোবিদ অনুত্তমার সঙ্গে রয়েছেন সঙ্গীতশিল্পী সৌরেন্দ্র মল্লিক এবং সৌম্যজিৎ দাস।

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৩ ১৯:৫৬
Share:
Advertisement

গত সপ্তাহ থেকেই ‘লোকে কী বলবে’-র বিশেষ পর্বে চলছে বন্ধুত্বের উদ্‌যাপন। জীবনের জটিলতর সমস্যার জট খুলতে নয়, মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন বন্ধুত্বের সমীকরণ নিয়ে। তবে তিনি একা নন, আগের পর্বের মতো এ সপ্তাহেও এই আড্ডায় সামিল হয়েছেন সঙ্গীতশিল্পী সৌরেন্দ্র মল্লিক ও সৌম্যজিৎ দাস। দু’জনেই ভাল বন্ধু। বহু বছর ধরে একসঙ্গে কাজ করছেন। দু’জনের নামও উচ্চারিত হয় একসঙ্গে। দু’জনেই নিজেদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসীও। তবে সম্পর্কে যে কখনও চড়াই-উতরাই আসেনি তা নয়। কী ভাবে তা সামাল দিয়েছেন ফেলে আসা পর্বে দু’জনেই তা জানিয়েছেন। তবে এই পর্বে দু’জনেই জানালেন শুধুমাত্র বন্ধুত্বের মন্ত্রে কী ভাবে হাত হাত রেখে ২১ বছর কাটিয়ে দেওয়া যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement