প্রায় তিন ঘণ্টা শুনানির পর অনুব্রত মণ্ডলকে বার করা হয় আসানসোল আদালত চত্বর থেকে। আগামী ২০ অগস্ট পর্যন্ত তাঁকে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সন্ধ্যা সওয়া ৭টা নাগাদ অনুব্রতকে নিয়ে রওনা হয় সিবিআইয়ের কনভয়। বীরভূমের দাপুটে তৃণমূল নেতাকে কলকাতার নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে আনা হচ্ছে। সূত্রের খবর, আগামী ন’দিন সেখানেই থাকবেন অনুব্রত। পথে ধনেখালিতে যানজটে আটকে যায় গাড়ি। সে সময় সাংবাদিকরা তাঁকে এই গ্রেফতারির বিষয়ে নানা প্রশ্ন করতে থাকেন। কোনও প্রশ্নের উত্তর না দিয়ে সামনের দিকে তাকিয়ে বসে থাকেন অনুব্রত।