Anganwadi schools

বর্ষায় ছাতা মাথায় ক্লাস করে পড়ুয়ারা, বেশি বৃষ্টিতে বন্ধ থাকে কুলতলির অঙ্গনওয়াড়ি কেন্দ্র

কুলতলির এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ১০ জন গর্ভবতী মা পুষ্টিকর খাবার পান। বর্ষাকালে তাঁরাও বঞ্চিত হন৷

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কুলতলি শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৮
Share:
Advertisement

প্রতি বছর বর্ষা আসে, আবার চলেও যায়৷ তবু অবস্থার কোনও পরিবর্তন হয় না কুলতুলি ব্লকের গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ১০৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের৷ ২০২০ সালে আমপানের ঝড়ে উড়ে গিয়েছিল অ্যাসবেস্টরের ছাদ৷ তার পর তিন বছর কেটে গেলেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি৷ ফলে বিপাকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ৯৫ পড়ুয়া৷

এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী পদ্মাবতী নস্কর জানান, কম বৃষ্টিতে ছাতা মাথায় কোনও রকমে পড়তে বসে পড়ুয়ারা। কিন্তু বৃষ্টি বাড়লে বন্ধ থাকে কেন্দ্র৷ ফলে বহু অভিভাবক এই কেন্দ্রে আর পড়তে পাঠাতে চাইছেন না৷ কুলতলির এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ১০ জন গর্ভবতী মা পুষ্টিকর খাবার পান। বর্ষাকালে তাঁরাও বঞ্চিত হন৷ কুলতুলি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সর্দার জানিয়েছেন, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র মেরামতির জন্য ৩ লক্ষ টাকা চেয়ে জেলায় চিঠি পাঠিয়েছেন৷ টাকা পেলে দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছেন তিনি৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement