West Bengal Panchayat Election 2023
কেষ্টবিহীন বীরভূমে ভোট, অনুব্রতের বাড়ির সামনে হাজির আনন্দবাজার অনলাইন
গরুপাচার মামলায় তিহার জেলে বন্দি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১১:১১
গত বছরের নভেম্বর মাসে গরুপাচার কাণ্ডে ইডি-র হাতে গ্রেফতারি। আপাতত দিল্লির তিহাড় জেলের বাসিন্দা। অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। দিল্লিযাত্রার পর এই প্রথম ভোট কেষ্ট-গড়ে। ভোটের দিন সকালে অনুব্রতের বাড়ির সামনে হাজির আনন্দবাজার অনলাইন। শুনশান রাস্তাঘাট, কর্মী-সমর্থকদের আনাগোনা নেই। এ রকম ভোট আগে দেখেনি বোলপুর।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)