এর আগে এক বারই নির্বাচনে দাঁড়িয়েছিলেন, আসানসোলের বিধানসভা ভোটে হেরেও গিয়েছিলেন ২০২১-এ। ফের নির্বাচনের ময়দানে তিনি, এ বার অবশ্য আর ভোটারেরা ফেরাননি। আড়াই লাখের বেশি ব্যবধানে জিতে সংসদে যাচ্ছেন সায়নী ঘোষ। যাদবপুরের ভোটের আগে আনন্দবাজার অনলাইনের সম্পাদক অনিন্দ্য জানার ‘মুখোমুখি’ হয়েছিলেন তৃণমূলের যুব সভানেত্রী। জানিয়েছিলেন, যাদবপুরের উন্নয়নে তাঁর কী-কী পরিকল্পনা রয়েছে। সংসদে প্রথম ১০০ দিনে তাঁর কাজ কী হবে? কী প্রতিশ্রতি দিয়েছিলেন সায়নী?