প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: অসীম
পরিশ্রমের কাজ। রোজগার সে তুলনায় যথেষ্ট নয়। কিন্তু উপার্জনের অন্য রাস্তা না থাকায় বিড়ি শ্রমিকের কাজই ভরসা চম্পাহাটির হাসানপুরের অধিকাংশ পরিবারের। পরবর্তী প্রজন্ম আর এই পেশায় আসতে চান না। “বয়স হয়েছে, খোরাকও কমেছে, তাই এই রোজগারে চালিয়ে নিতে পারছি, নতুনরা তা মানবে কেন,” বলছেন কাঁদন সর্দার। হাসানপুর তাই এখনও বিড়ির ভরসাতেই বেঁচে আছে।