সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতাল মাসের পর মাস তাদের ব্যবহৃত বর্জ্য জমিয়ে রাখছে হাসপাতালের মধ্যেই। অথচ পরিবেশ দফতরের নির্দেশিকা অনুযায়ী, এক থেকে দুই দিনের বেশি কোনও চিকিৎসা বর্জ্য হাসপাতালের মধ্যে জমিয়ে রাখা যায় না। আইনমাফিক সরকারের নির্দিষ্ট করা বর্জ্য নিষ্কাশনকারী সংস্থার বদলে, বেআইনি চক্রের কাছে বিক্রি হয়ে যাচ্ছে ওই বর্জ্য। কোথায় যাচ্ছে কলকাতার হাসপাতালগুলির চিকিৎসা বর্জ্য? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।