প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সুব্রত
গত রবিবার রবীন্দ্র সরোবরে ভেসে ওঠে একের পর এক মরা মাছ। প্রায় হাজার তিনেক মাছ ভাসতে দেখা যায় নজরুল মঞ্চ লাগোয়া পদ্মপুকুরে। পরিবেশবিদদের সন্দেহ, সরোবরের জলে দ্রবীভূত অক্সিজেন কমে যাওয়ার ফলেই এই ঘটনা। তাঁদের দাবি, সরোবরের মধ্যে যে কেএমডিএ-র ফোয়ারাগুলি রয়েছে, সেগুলি মাঝেমধ্যেই বন্ধ থাকে। তার ফলেই অক্সিজেনের অভাব? রবীন্দ্র সরোবরের এই ঘটনায় কার দায় সেই নিয়ে শুরু হয়েছে চাপানউতর। আর এ সবের মাঝেই সরোবরের জীববৈচিত্র ধ্বংসের অভিযোগ তুলছেন পরিবেশবিদেরা।